Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

মানিক বন্দ্যোপাধ্যায়-এর বিখ্যাত বাণীসমূহ।

মানিক বন্দ্যোপাধ্যায়-বাণী চিরন্তন-উক্তি-উপদেশমূলক বাণী-ahmed khosru
১. "মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না।"

২. “অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়।”

৩. “মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা।”

৪. “নদীর মত নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে। মাধ্যাকর্ষণের মত যা চিরন্তন অপরিবর্তনীয়।”

৫. “কী ক্ষতি মুসলমানের রান্না খাইলে? ডাঙার গ্রামে যারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে তাহাদের ধর্মের পার্থক্য থাকে, পদ্মানদীর মাঝিরা সকলে একধর্মী।”

 ৬ “কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।”

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.